এনআরসি নয়, সেনসাস হবে, বিদ্যাসাগরের বাড়ি থেকে চ্যালেঞ্জ মমতার, দেখুন ভিডিও

  • এনআরসি নিয়ে এবার চ্যালেঞ্জ মমতার
  • এনআরসি নয়, আদম সুমারি হবে বলে দাবি মুখ্যমন্ত্রীর
     

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটেতে থেকেই এনআরসি নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, বাংলা থেকে একজনকেও তাড়াতে দেবেন না তিনি। কোনওভাবেই বাংলায় এনআরসি চালু করতে দেবেন না বলেও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মমতার দাবি, এনআরসি নয়, দশ বছর অন্তর যে রুটিন জনগণনা হয়, সেটাই করা হবে। এ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। 

এ দিন বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মভিটেতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'কেউ কেউ ভয় দেখিয়ে বলছে এনআরসি হবে। একাত্তর সালের কাগজ লাগবে। কোনও এনআরসি নয়, সেনসাস হবে। দশ বছর বাদে বাদে এমনিতেই হয়, এটা রুটিন। বাংলা আপনার ঘরবাড়ি সবকিছু। এখান থেকে কেউ একজনকেও তাড়াতে পারবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি। দেশের স্বাধীন মানুষকে পরাধীন করে দেবে! ওটা মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত, এসবে বিশ্বাস করবেন না।' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদ্বিশতবার্ষিকী উপলক্ষে এ দিন বীরসিংহ গ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী03:31২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, চুঁচুঁরায় পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা