আনিস খুনের বদলা চেয়ে মাওবাদী পোস্টার। উত্তর ২৪ পরগনার বারাসতে দেখা গেল মাওবাদী পোস্টার। বারাসাত কলোনি মোড় সংলগ্ন এলাকায় দেখা গেল পোস্টার। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
মাওবাদীদের নামে পোস্টার পড়ল এবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে (Barasat)। আনিস খুনের (Anish Khan) বদলা চেয়ে মাওবাদী পোস্টার। আনিস খান খুনের ঘটনার এখনও তেমনভাবে কোনও নিষ্পত্তি হয়নি। এই অধিকাংশ দিনই প্রতিবাদে রাস্তায় নামছেন বাম কর্মীরা। এবার এই আনিস খান হত্যাকাণ্ডেরই বদলা চেয়ে পড়ল পোস্টার। উত্তর ২৪ পরগনার বারাসতে দেখা গেল মাওবাদী পোস্টার। বারাসাত কলোনি মোড় সংলগ্ন এলাকায় দেখা গেল পোস্টার। বুধবার সকালে এই পোস্টার দেখতে পান স্থানীয়রা। সাদা কাগজের ওপর লাল কালিতে লেখা রয়েছে 'আনিস খান খুনের বদলা চাই'।সেই সঙ্গেই পোস্টারে লেখা রয়েছে 'শহীদ কমরেড আনিস খান লাল সেলাম'। এছাড়াও সরাসরি তৃণমূলের নাম নিয়ে পোস্টারে লেখা রয়েছে 'আনিস খানের বদলা না তৃণমূলের কবর দাও।' এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ।