পূর্ব বর্ধমানের পালিতপুরে একটি স্টিল আয়রন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে আচমকাই কারখানা থেকে ধোঁয়া বেরতো দেখেন স্থানীয় বাসিন্দারা। চোখের নিমেষে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া দমকলে। একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলে তিনটি ইঞ্জিন। ঘন্টা তিনেকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানা যায়নি। হতাহতের কোনও খবর নেই। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, কোনওভাবে হয়তো বয়লারের আগুনে শিখা ট্রান্সফরমারের সংস্পর্শে চলে এসেছিল। তারজেরেই কারখানাটিতে আগুন লেগে যায়।