হাওড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই সার্কাসের তাঁবু, দেখুন ভিডিও

 

  • সার্কাসের তাঁবুতে বিধ্বংসী অগ্নিকাণ্ড
  • পুড়ে গিয়েছে তাঁবুর যাবতীয় আসবাব, মারা গিয়েছে বেশ কয়েকটি পাখিও
  • ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাওড়ার সলপে
  • আগুন লাগার কারণ স্পষ্ট নয়

বাতাসে ঠাণ্ডার আমেজ, শীত আসতে আর বেশি দেরি নেই।  হাওড়ার সলপের মাঠবাগান এলাকায় তাঁবু ফেলেছিল সার্কাসের দল। সোমবার ভোর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল তাঁবুটি।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত তিনটে নাগাদ আচমকাই আগুন লেগে যায় সার্কাসের তাঁবুতে। চোখের নিমেষে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে।  ঘটনাটি নজরে আসতেই ডোমজুড় থানা ও দমকল খবর দেন সার্কাসের কর্মীরা।  একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন।  ঘণ্টা দেড়েক চেষ্টায় যখন আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা, ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে গ্য়ালারি, চেয়ার-সহ সার্কাসের তাঁবুর যাবতীয় আসবাবপত্র। এমনকী, আগুন পুড়ে কয়েকটি পাখিও মারা গিয়েছে বলে জানা গিয়েছে।  অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকা ক্ষতির মুখে পড়েছেন সার্কাস মালিক। কিন্তু কীভাবে সার্কাসের তাঁবুতে এমন বিধ্বংসী আগুন লাগল, তা স্পষ্ট নয়।  রবিবার ছিল কার্তিক ছিল। রাতে এলাকায় বাজি পোড়ানো হয়. ওড়ানো হয় ফানুসও।  প্রাথমিক তদন্তে দমকলের অনুমান,  কোনওভাবে হয়তো বাজি কিংবা ফানুস থেকে আগুন ফুলকি এসে পড়েছিল সার্কাসের তাঁবুতে।  তা থেকে কাপড়ের তাঁবুতে আগুন লেগে যায়। এদিকে আবার ওই সার্কাসের তাঁবুতে বিদ্যুতে সংযোগ ছিল না বলে জানা গিয়েছে। তাই শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা খারিজ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।   

02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী03:31২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, চুঁচুঁরায় পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা