বাতাসে ঠাণ্ডার আমেজ, শীত আসতে আর বেশি দেরি নেই। হাওড়ার সলপের মাঠবাগান এলাকায় তাঁবু ফেলেছিল সার্কাসের দল। সোমবার ভোর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল তাঁবুটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত তিনটে নাগাদ আচমকাই আগুন লেগে যায় সার্কাসের তাঁবুতে। চোখের নিমেষে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। ঘটনাটি নজরে আসতেই ডোমজুড় থানা ও দমকল খবর দেন সার্কাসের কর্মীরা। একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। ঘণ্টা দেড়েক চেষ্টায় যখন আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা, ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে গ্য়ালারি, চেয়ার-সহ সার্কাসের তাঁবুর যাবতীয় আসবাবপত্র। এমনকী, আগুন পুড়ে কয়েকটি পাখিও মারা গিয়েছে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকা ক্ষতির মুখে পড়েছেন সার্কাস মালিক। কিন্তু কীভাবে সার্কাসের তাঁবুতে এমন বিধ্বংসী আগুন লাগল, তা স্পষ্ট নয়। রবিবার ছিল কার্তিক ছিল। রাতে এলাকায় বাজি পোড়ানো হয়. ওড়ানো হয় ফানুসও। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, কোনওভাবে হয়তো বাজি কিংবা ফানুস থেকে আগুন ফুলকি এসে পড়েছিল সার্কাসের তাঁবুতে। তা থেকে কাপড়ের তাঁবুতে আগুন লেগে যায়। এদিকে আবার ওই সার্কাসের তাঁবুতে বিদ্যুতে সংযোগ ছিল না বলে জানা গিয়েছে। তাই শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা খারিজ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।