লোকসভা ভোটে ব্য়র্থতা রাজ্যে ঘুরে দাঁড়ানোর রসদ পেল তৃণমূল। তিনটি আসনে উপনির্বাচনে শাসকদলেরই জয়জয়কার। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ আর পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর বিধানসভাকেন্দ্রে আবার প্রথমবার জিতলেন তৃণমূল প্রার্থীরা। বাঁকুড়ার দলের জেলা দপ্তরের দলের কর্মীদের সঙ্গে উৎসবে মাতলেন তৃণমূল নেতা শ্যামল সাঁতরা। চলল মিষ্টিমুখ, আবির খেলা। উল্লেখ্য, লোকসভা ভোটে বাঁকুড়ার বিষ্ণুপর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন রাজ্যের এই মন্ত্রী। কিন্তু হেরে যান তিনি। উৎসবে শামিল হন তৃণমূল কংগ্রেসে বাঁকুড়া জেলার অন্য নেতারাও।