৯ মাসের শিশুকন্যাকে নিয়ে আত্মঘাতী মা। সন্তানকে কোলে নিয়েই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ মা-এর। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা এবংং শিশু কন্যার। বাঁকুড়ার রামপুর তেঁতুলতলা ফটকের ঘটনা। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ৯ মাসের শিশুকন্যাকে নিয়ে মায়ের আত্মহত্যা, কারন কী খতিয়ে দেখছে পুলিশ। চলন্ত ট্রেনের সামনে ন'মাসের শিশুকন্যাকে নিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মা। বাঁকুড়া মশাগ্রাম লাইনের রামপুর তেঁতুলতলা ফটকের এই মর্মান্তিক এই ঘটনায় আজ সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার সোনামুখী থানার কোচডিহি রুইদাস পাড়ার বাসিন্দা রিপন রুইদাসের সাথে বিয়ে হয় সীমা রুইদাসের। বছর পাঁচেক আগে এক পুত্র সন্তানের পর মাস ৯ আগে ওই দম্পতির একটি কন্যাসন্তানের জন্ম হয়। পরিবার সূত্রে জানা যায় আজ সকালে নিজের ৯ মাসের কন্যা সন্তানটিকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে সোজা বাঁকুড়া মশাগ্রাম লাইনের রামপুর তেঁতুলতলা ফটকে চলে আসেন সীমা রুইদাস। এরপর বাঁকুড়া মশাগ্রাম লোকাল রামপুরের তেঁতুলতলা ফটকের সামনে এলে মেয়েকে কোলে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেন সীমা রুইদাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। পরিবারের দাবি বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভূগছিলেন সীমা। সে কারনেই এই জোড়া আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।