ভাঙলেও এখনও মচকাচ্ছেন না বিজেপি নেতা মুকুল রায়। রবিবারই নারদা কাণ্ডে ধৃত আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে নিয়ে মুকুল রায়ের ফ্ল্যাটে যায় সিবিআই। সূত্রের খবর, ওই ফ্ল্যাটেই তিনি সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের থেকে পাওয়া নগদ টাকা মুকুল রায়কে দিয়েছিলেন বলে সিবিআই-কে জানিয়েছেন মির্জা। সেই কারণেই এ দিন ওই ফ্ল্যাটে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করায় সিবিআই।
সিবিআই-এর এই পদক্ষেপের পরেও অবশ্য নিজের আগের বক্তব্যেই অনড় মুকুল। তাঁর দাবি, নারদা কাণ্ডে কোনও ভিডিও ফুটেজে তাঁর টাকা নেওয়ার প্রমাণ নেই। শনিবার সিবিআই দফতর থেকে বেরনোর সময়ও মুকুলের মুখে ষড়যন্ত্র তত্ত্বের কথা শোনা গিয়েছিল। এ দিনও সেই একই কথা বলেন মুকুল। সরাসরি না বললেও তাঁর ইঙ্গিত, ধৃত পুলিশকর্তা তাঁকে ফাঁসানোর জন্যই বার বার তাঁর নাম নিচ্ছেন। শনিবার মুকুল রায় সরাসরি দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।