তৃণমূলের শত্রু বলে আইসি-কে ধমকেছিলেন এক তৃণমূল নেত্রী। ভিডিও ভাইরাল হতেই এবার সাফাই দিলেন গুসকরা পুরসভার প্রাক্তন কাউন্সিলর মল্লিকা চোঙদার। তিনি বলেন, ছোট ছেলে মদ খেয়েছে, তাঁকে বড় করে দেখাচ্ছিল গুসকরা ফাঁড়ির আইসি স্নেহময় চক্রবর্তী। পাড়ার লোকেরা বসে মিটমাট করার কথা বললেও মানেনি।
তৃণমূলের শত্রু বলে আইসি-কে ধমকেছিলেন এক তৃণমূল নেত্রী। ভিডিও ভাইরাল হতেই এবার সাফাই দিলেন গুসকরা পুরসভার প্রাক্তন কাউন্সিলর মল্লিকা চোঙদার। তিনি বলেন, ছোট ছেলে মদ খেয়েছে, তাঁকে বড় করে দেখাচ্ছিল গুসকরা ফাঁড়ির আইসি স্নেহময় চক্রবর্তী। পাড়ার লোকেরা বসে মিটমাট করার কথা বললেও মানেনি। এখন দেখছি, বেছে বেছে তৃণমূলের ছেলেদের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে। মদের ঠেকে গিয়ে তোলা তুলছে। স্নেহময়কে এখান থেকে সরাতে হবে। জুয়ার ঠেকে গিয়ে টাকা তুলছে। স্নেহময় পাহাড়া দিচ্ছে। আমি এর প্রতিবাদ করেছি মাত্র। গুসকরায় শাসকদলের দাপুটে নেত্রী হিসেবেই পরিচিত তিনি। একসময়ে গুসকরা পুরসভার কাউন্সিলর ছিলেন মল্লিকা।