অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত ছৌ মুখোশ গ্রাম। এই গ্রামেই দ্বাদশীর দিন পালিত হয় 'রাবণ দহন' । চরিদা সার্বজনীন দুর্গাপূজা কমিটি থেকে 'রাবণ দহন'-এর আয়োজন হয়। ৪০ বছর আগে সেখানে শুরু হয় 'রাবণ দহন'। আজও আগের মতোই চলে আসছে এই অনুষ্ঠান। গ্রামের বাচ্চাদের সেখানে রাম, লক্ষণ এবং বজরংবলি সাজানো হয়। এবারও সেখানে কোভিড বিধি মেনেই পালিত হয়েছে 'রাবণ দহন'। আশপাশের গ্রাম থেকে সেখানে ভিড় জমান 'রাবণ দহন' দেখতে।
অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত ছৌ মুখোশ গ্রাম। এই গ্রামেই দ্বাদশীর দিন পালিত হয় 'রাবণ দহন' । চরিদা সার্বজনীন দুর্গাপূজা কমিটি থেকে 'রাবণ দহন'-এর আয়োজন হয়। ৪০ বছর আগে সেখানে শুরু হয় 'রাবণ দহন'। আজও আগের মতোই চলে আসছে এই অনুষ্ঠান। গ্রামের বাচ্চাদের সেখানে রাম, লক্ষণ এবং বজরংবলি সাজানো হয়। এবারও সেখানে কোভিড বিধি মেনেই পালিত হয়েছে 'রাবণ দহন'। আশপাশের গ্রাম থেকে সেখানে ভিড় জমান 'রাবণ দহন' দেখতে।