তেল থৈ থৈ চাষের জমি, বর্ধমানে চাষিদের মাথায় হাত, দেখুন ভিডিও

  • ইন্ডিয়ান অয়েলের পাইপ লিক করে বিপত্তি
  • লিক করা পাইপ থেকে তেল চুরির চেষ্টা 
  • চাষের জমি ভাসল তেলে
  • ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা

তেল থৈ থৈ করছে চাষের মাঠ। এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি-র পারাজ স্টেশন রোডে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল- এর হলদিয়া- বারাউনি ভুগর্ভস্থ পাইপলাইন থেকে তেল লিক করেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছন ইন্ডিয়ান অয়েল-এর আধিকারিকরা এবং গলসি থানার পুলিশ। লিক হয়ে যাওয়া পাইপ থেকে তেল চুরি করতে গিয়ে এই বেশি পরিমাণে তেল জমিতে ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন তেল সংস্থার কর্তারা। রাতেই লিক মেরামতির কাজ শুরু হয়। ওই পাইপলাইনে আসা তেল দিয়ে গোটা পশ্চিমবঙ্গে চাহিদা মেটানো হয় বলে জানিয়েছেন সংস্থার এক আধিকারিক। 

জানা গিয়েছে, সোমবার সন্ধে থেকেই ওই জমিতে তেল পড়ে থাকতে দেখা গিয়েছিল। মঙ্গলবার সকালে তা প্রথম চাষিদের নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং তেল সংস্থার কর্তারা। প্রাথমিক পর্যবেক্ষণের পর তাঁরা ফিরে যান। এর পর রাত দুটো নাগাদ আচমকাই তেল সংস্থার লিক ডিটেক্টশন সিস্টেমে অ্যালার্ম বেজে ওঠে।  ঘটনাস্থলে পৌঁছে তেল সংস্থার আধিকারিকরা দেখেন, লোহার ভাল্ব লাগিয়ে তেল চুরির চেষ্টা হচ্ছিল। তা করতে গিয়েই অতিরিক্ত পরিমাণে তেলে মাঠে ছড়িয়ে পড়ে। তবে কতটা পরিমাণে তেল বেরিয়ে গিয়েছে, সে বিষয়ে নিশ্চিত নন তেল সংস্থার আধিকারিকরা। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই তেল সংস্থার তরফে জানানো হয়েছে। অন্যদিকে চাষের জমিতে তেল ছড়িয়ে যাওয়ায় জমির ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। তাঁদের আশঙ্কা ওই জমিতে আর ধান চাষ সম্ভব হবে না। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করেন তাঁরা। 

02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী03:31২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, চুঁচুঁরায় পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা