তেল থৈ থৈ করছে চাষের মাঠ। এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি-র পারাজ স্টেশন রোডে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল- এর হলদিয়া- বারাউনি ভুগর্ভস্থ পাইপলাইন থেকে তেল লিক করেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছন ইন্ডিয়ান অয়েল-এর আধিকারিকরা এবং গলসি থানার পুলিশ। লিক হয়ে যাওয়া পাইপ থেকে তেল চুরি করতে গিয়ে এই বেশি পরিমাণে তেল জমিতে ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন তেল সংস্থার কর্তারা। রাতেই লিক মেরামতির কাজ শুরু হয়। ওই পাইপলাইনে আসা তেল দিয়ে গোটা পশ্চিমবঙ্গে চাহিদা মেটানো হয় বলে জানিয়েছেন সংস্থার এক আধিকারিক।
জানা গিয়েছে, সোমবার সন্ধে থেকেই ওই জমিতে তেল পড়ে থাকতে দেখা গিয়েছিল। মঙ্গলবার সকালে তা প্রথম চাষিদের নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং তেল সংস্থার কর্তারা। প্রাথমিক পর্যবেক্ষণের পর তাঁরা ফিরে যান। এর পর রাত দুটো নাগাদ আচমকাই তেল সংস্থার লিক ডিটেক্টশন সিস্টেমে অ্যালার্ম বেজে ওঠে। ঘটনাস্থলে পৌঁছে তেল সংস্থার আধিকারিকরা দেখেন, লোহার ভাল্ব লাগিয়ে তেল চুরির চেষ্টা হচ্ছিল। তা করতে গিয়েই অতিরিক্ত পরিমাণে তেলে মাঠে ছড়িয়ে পড়ে। তবে কতটা পরিমাণে তেল বেরিয়ে গিয়েছে, সে বিষয়ে নিশ্চিত নন তেল সংস্থার আধিকারিকরা। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই তেল সংস্থার তরফে জানানো হয়েছে। অন্যদিকে চাষের জমিতে তেল ছড়িয়ে যাওয়ায় জমির ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। তাঁদের আশঙ্কা ওই জমিতে আর ধান চাষ সম্ভব হবে না। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করেন তাঁরা।