পুরপ্রধানের দায়িত্ব নিয়েই মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি পল্লব দাস-এর

পুরপ্রধান নির্বাচিত হয়েই সকলকে একসঙ্গে নিয়ে চলার বার্তা। সকলকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন পল্লব দাস। রাজপুর-সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব দাস। সেখানে উপ-পুরপ্রধান হলেন মোফাজ্জল হোসেন। এদিন ৩৫টি ওয়ার্ডের কাউন্সিলাররা শপথগ্রহণ করেন।

পুরপ্রধান নির্বাচিত হয়েই সকলকে একসাথে নিয়ে চলার বার্তা দিলেন রাজপুর সোনারপুর (Rajpur and Sonarpur) পুরসভার নবনির্বাচিত পুরপ্রধান পল্লব দাস ৷ শপথ নি্যেই শান্তিপুর্ণভাবে দোল উৎসব কাটানোর ব্যাপারে সবার কাছে বার্তা দেন তিনি ৷ অন্যদিকে প্রথমবার ভোটে (vote) দাঁড়ি্যেই রাজপুর সোনারপুর পুরসভার আট নম্বর ওয়ার্ড থেকে জিতে উপ-পুরপ্রধান হলেন মোফাজ্জল হোসেন ৷ তার এলাকায় জল জমার যে সমস্যা রয়েছে তার সমাধানে তিনি উদ্যোগী হবেন বলে জানিয়েছেন ৷ রাজপুর সোনারপুর পুরসভার ৩৫টি ওয়ার্ডের কাউন্সিলাররা এদিন শপথগ্রহণ করেন ৷ উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি সাংসদ শুভাশিস চক্রবর্তী ৷ তিনি বলেন দলের নির্দেশ মেনেই পুরপ্রধান ও উপপুরপ্রধান নির্বাচন করা হয়েছে ৷ শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য এদিন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷ মোতায়েন ছিল প্রচুর পুলিশ৷ 

02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী03:31২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, চুঁচুঁরায় পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা