'স্বামীর জন্য এই পথ চলা শুরু করলাম', রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ পানিহাটির প্রয়াত কাউন্সিলরের স্ত্রী-র

রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ আগেই করেছিলেন প্রয়াত কাউন্সিলরের স্ত্রী। মঙ্গলবার স্বামীর খুনের প্রতিবাদে মোমবাতি মিছিলও করেন তিনি। মিছিল শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। স্বামীর জন্য এই পথ চলা শুরু করলাম, বলেন প্রয়াত কাউন্সিলরের স্ত্রী। 

পানিহাটি পুরসভার ৮ নং ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনার প্রতিবাদে আগরপাড়াতে মোমবাতি মিছিল করলেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। এই মিছিলে একদম প্রথমে পা মেলান অনুপম দত্তর স্ত্রী মীনাক্ষী দত্ত। এদিন তিনি রাজনীতিতে নেমে তার স্বামীর সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার ইচ্ছা প্রকাশ করেন। এদিন মোমবাতি হাতে মিছিলে পা মেলাতে মেলাতে অনুপম দত্তর স্ত্রী বলেন 'আমি চাই দোষীদের শাস্তি হোক। আমার স্বামী ভালো মানুষ ছিলেন উনি অনেক বেআইনি কাজের প্রতিবাদ করতেন তাই শত্রুতা করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আমার মায়ের মত উনি। আমি এখন আমার সন্তান দের মুখের দিকে তাকিয়ে শক্ত হয়ে চলতে চাই। রাজনীতিতে আমি আসতে চাই। আমার স্বামীর সাথে আমার দাদা, ভাই বোনদের সাথে পায়ে পা মিলিয়ে চলতে চাই।'

02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী03:31২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, চুঁচুঁরায় পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা