পানিহাটির কাউন্সিলর খুনের ঘটনায় একের পর এক উঠে আসছে তথ্য। বুধবার সকাল থেকেই হোগলা বনে তল্লাশি চালায় সিআইডি আধিকারিকরা। এই হোগলা বনেই লুকিয়ে ছিল এই ঘটনার অভিযুক্ত শম্ভু পণ্ডিত। হোগলা বনে তল্লাশির সময়ই উদ্ধার হয় বন্দুক। এই আগ্নেয়াস্ত্রই খুনের সময় ব্যবহার হয়েছিল বলে অনুমান।
পানিহাটির (Panihati) কাউন্সিলর খুনের ঘটনায় একের পর এক উঠে আসছে তথ্য। বুধবার সকাল থেকেই হোগলা বনে তল্লাশি চালায় সিআইডি (CID) আধিকারিকরা। এই হোগলা বনেই লুকিয়ে ছিল এই ঘটনার অভিযুক্ত শম্ভু পণ্ডিত। হোগলা বনে তল্লাশির সময়ই উদ্ধার হয় বন্দুক। এই আগ্নেয়াস্ত্রই খুনের সময় ব্যবহার হয়েছিল বলে অনুমান। প্রসঙ্গত, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় পানিহাটির কাউন্সিলর অনুপম দত্তর। পানিহাটিতে কাউন্সিলরকে লক্ষ্য করে চলে গুলি। রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ঘটে এই ঘটনা। ১ যুবক তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। সিসিটিভিতে ধরা পড়ে ঘটনার মুহূর্তের ছবি। কাউন্সিলর অনুপম দত্ত-র মাথায় গুলি লাগে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছোড়া হয়। যেখানে এই ঘটনা ঘটে তারই পাশের এক জমি থেকে ধরা পড়ে অভিযুক্ত শম্ভু পণ্ডিত। যে হোগলা বনে লুকিয়ে ছিল শম্ভু পন্ডিত সেখান থেকেই এদিন উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ।