গুজবের জেরে রেহাই পেলেন না মহিলাও। মানসিক ভারসাম্যহীন মহিলাকেও চরম অপবাদের স্বীকার হতে হল। শেষে পুলিশ এসে মহিলাকে উদ্ধার করতে গেলে ভাঙচুর করা হল জিপ। ক্রমশ মহামারীর আকার নিয়ে চলেছে গুজব। যার জেরে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন কেউ না কেউ। শনিবার রাতে ছেলেধরা গুজবে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে গনধোলাই দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউটপোস্টের পুলিশ। অভিযোগ,ওই মহিলাকে উদ্ধার করতে গিয়ে উলটে মার খায় পুলিশ। আহত হন কমপক্ষে তিন পুলিশকর্মী। অন্যদিকে, ভাঙচুর করা হয় পুলিশের জিপও। ঘটনায় ওই রাতেই ছয়জনকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ।