মাঘী পূর্ণিমায় পুণ্যস্নান করতে গঙ্গাসাগরে মানুষের ঢল, পুণ্যস্নান সেরে কপিলমুনির আশ্রমে পুজো

মাঘী পূর্ণিমায় পুণ্যস্নান করতে মানুষের ঢল। গঙ্গাসাগরে সকাল থেকেই দেখা গিয়েছে মানুষের ঢল। পুণ্যস্নান সেরে কপিলমুনির আশ্রমে পুজো দেন পুণ্যার্থীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ।
 

মাঘী পূর্ণিমায় পুণ্যস্নান করতে গঙ্গাসাগরে প্রচুর মানুষের ঢল নেমেছে। সকাল থেকে পুণ্যস্নানে মেতেছে পুণ্যার্থীরা এবং তারা গঙ্গাসাগরে পুণ্য স্নান সেরে বাবা কপিলমুনি মন্দির পুজো দিয়ে বাড়ি ফিরছেন। গঙ্গাসাগরে মাঘী পূর্ণিমার পূণ্যস্নানকে ঘিরে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সুন্দরবন পুলিশ জেলার এডিশনাল এসপি এবং সাগরের এসডিপিও দীপাঞ্জন চ্যাটার্জী ও সাগরের সার্কেল ইন্সপেক্টর চন্দন কুসুম দাস তারা নিজেরাই গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম থেকে শুরু করে সী বিচে পুরোটাই নিজেরা সরেজমিনে পরিদর্শন করছেন এলাকা। প্রসঙ্গত, বাংলার দশম মাস এই মাঘ মাস। মাঘ মাসের পূর্ণিমাকেই মাঘী পূর্ণিমা বলা হয়। মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে পুন্যলাভের আশায় অনেকেই গঙ্গাস্নান করে থাকেন। প্রতি বছরই এই দিনে দেখা যায় এমনই ছবি। গত বছর করোনার জেরে তেমন মানুষের ভিড় দেখা যায়নি সেখানে। তবে এবছর সকাল থেকেই সেখানে ভক্ত সমাগম দেখা যায়।

03:25শ্যামসুন্দরী মন্দিরে গিয়ে সোনার গয়না চাওয়ার অভিযোগ কুণালের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল02:51'গাড়ি থেকে নামুন, আমাকে সরি বলুন' অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চরম শাসানি বাবুল সুপ্রিয়র07:49'বাবুলকে খুব তাড়াতাড়ি জেলে ঢোকাব' দ্বিতীয় হুগলি সেতুতে চরম সংঘাতের পর প্রতিক্রিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের05:26শনিবার ৪ জানুয়ারি এই রাশিদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, দেখে নিন আজকের রাশিফল02:47North 24 Parganas News Today: ফুটবল খেলার সময় এ কী ঘটে গেল! শোকের ছায়া মধ্যমগ্রামে04:24ফের অভয়া কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে03:14১০ কিমি ঘুরে স্কুল-হাসপাতাল যাওয়া! স্থায়ী রেলগেটের জন্য তীব্র আন্দোলন স্থানীয় বাসিন্দাদের04:31'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য সুজন চক্রবর্তীর01:59গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতার05:22‘মমতা দুই দিন পর বিএসএফ-কেও না রাষ্ট্রদ্রোহী বলে দেন’ পাল্টা দিলেন অধীর রঞ্জন চৌধুরী