মাঘী পূর্ণিমায় পুণ্যস্নান করতে মানুষের ঢল। গঙ্গাসাগরে সকাল থেকেই দেখা গিয়েছে মানুষের ঢল। পুণ্যস্নান সেরে কপিলমুনির আশ্রমে পুজো দেন পুণ্যার্থীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ।
মাঘী পূর্ণিমায় পুণ্যস্নান করতে গঙ্গাসাগরে প্রচুর মানুষের ঢল নেমেছে। সকাল থেকে পুণ্যস্নানে মেতেছে পুণ্যার্থীরা এবং তারা গঙ্গাসাগরে পুণ্য স্নান সেরে বাবা কপিলমুনি মন্দির পুজো দিয়ে বাড়ি ফিরছেন। গঙ্গাসাগরে মাঘী পূর্ণিমার পূণ্যস্নানকে ঘিরে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সুন্দরবন পুলিশ জেলার এডিশনাল এসপি এবং সাগরের এসডিপিও দীপাঞ্জন চ্যাটার্জী ও সাগরের সার্কেল ইন্সপেক্টর চন্দন কুসুম দাস তারা নিজেরাই গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম থেকে শুরু করে সী বিচে পুরোটাই নিজেরা সরেজমিনে পরিদর্শন করছেন এলাকা। প্রসঙ্গত, বাংলার দশম মাস এই মাঘ মাস। মাঘ মাসের পূর্ণিমাকেই মাঘী পূর্ণিমা বলা হয়। মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে পুন্যলাভের আশায় অনেকেই গঙ্গাস্নান করে থাকেন। প্রতি বছরই এই দিনে দেখা যায় এমনই ছবি। গত বছর করোনার জেরে তেমন মানুষের ভিড় দেখা যায়নি সেখানে। তবে এবছর সকাল থেকেই সেখানে ভক্ত সমাগম দেখা যায়।