কাশ্মীরে পাকিস্তানে জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন নদিয়ার তেহট্ট থানার রঘুনাথপুর গ্রামের সুবোধ ঘোষ(২৪)। শুক্রবার বিকেলে গ্রামের বাড়িতে খবর আসতেই শোকের ছায়া গোটা গ্রামে। ৪০ দিনের ছুটি কাটিয়ে গত জুলাই মাসেই কর্মক্ষেত্রে ফিরে গিয়েছিল গ্রামের ওই মিশুকে ছেলেটি। ২০১৬ সালের অক্টোবর মাসে ভারতীয় সেনায় চাকরি পেয়েছিল সুবোধ ঘোষ। পাঞ্জাবে ট্রেনিং শেষ করে তার পোস্টিং হয়েছিল কাশ্মীরে। চাকরি পাওয়ার পরে টিনের ঘর পাকা হয়েছে, তবে তা এখনো তা অসম্পূর্ণ। গত বছর নভেম্বর মাসের সুবোধের বিয়ে হয় অনিন্দিতা ঘোষের সঙ্গে। তাদের তিন মাসের একটি কন্যা সন্তানও আছে। ডিসেম্বর মাসে বাড়ি ফিরে মেয়ের অন্নপ্রাশন দেওয়ার কথা ছিল। তবে মেয়ের অন্নপ্রাশন দেখা আর হলনা। তার আগেই কাশ্মীরের জঙ্গীদের হাতে প্রাণ গেল তাঁর। তবে গ্রামের মানুষ থেকে তাঁর পরিবারের সদস্য সকলেই চায় তাদের ছেলের হত্যার জবাব দিক ভারতীয় সেনা।