২১ সেপ্টেম্বর সকালে এক যুবকের দেহ উদ্ধার হয় বেথুয়াডহরি স্টেশন থেকে। বিক্রম ঘোষ (২১) নামের ওই যুবক পেশায় ছানা ব্যবসায়ী ছিলেন। ২১ তারিখ সকালে রক্তাত্ব অবস্থায় পাওয়া যায় তাঁকে। বিক্রম যাদব মহাসভা সমিতির সদস্য ছিলেন। তাঁর খুনের তদন্তের দাবিতে ও দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার সকালে নদিয়া নাকাশিপাড়া থানায় ৩৪ নম্বর জাতীয় সড়কের স্ট্যাচুর মোড়ে রাস্তা অবরোধ রাস্তা অবরোধ হয়। দুগ্ধ ব্যবসায়ীরা ও গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে চলায় বিক্ষোভ। নদিয়া জেলা যাদব মহাসভার যুব সভাপতি অভিজিৎ ঘোষ জানিয়েছেন। দীর্ঘদিন ধরে প্রশাসনের দারস্থ হয়েও সাড়া পায়নি। সে কারণে ওই দিন নাকাশিপাড়া যাদব মহাসভা, নাকাশিপাড়া দুগ্ধ সমিতি এবং ব্যবসায়ী সমিতি এই তিনটি সংগঠনের সদস্যরা আন্দোলনে সামিল হন। তিনি এও জানিয়েছেন খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যদি প্রয়োজন হয় তবে আমরা পুলিশ সুপার, ভবানী ভবন যত দূর যেতে হয় যাব। পরে অবশ্য পুলিশ আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়।