এক ক্লিকেই পুণ্যস্নান, বাড়িতেই পৌঁছে যাবে গঙ্গাসাগরের জল- প্রসাদ, দেখুন ভিডিও

  • অভিনব উদ্যোগ দক্ষিণ চব্বিশ পরগণা জেলা প্রশাসনের
  • ঘরে বসেই এবার সাড়া যাবে পুণ্যস্নান
  • বাড়িতে পৌঁছে যাবে সাগরের জল ও প্রসাদ

কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে সেসব কথা এখন অতীত। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে দেশ বিদেশের বহু মানুষই এখন একাধিকবার আসছেন গঙ্গাসাগরে। আপনিও চাইলে এখন দিনের দিন গঙ্গাসাগর থেকে ঘুরেও চলে আসতে পারেন। তবে শারীরিক অসুস্থতা কিম্বা বিপুল পরিমাণ তীর্থযাত্রীদের ভিড় ঠেলে মকর সংক্রান্তিতে  যদি সাগরে এসে পুণ্যস্নান না করতে পারেন তাহলেও চিন্তা নেই। ডিজিটাল যুগে এবার ঘরে পুণ্যস্নান করে পুণ্য লাভ করতে পারবেন। মাত্র এক ক্লিকেই গঙ্গাসাগরের পবিত্র জল এসে পৌঁছে যাবে আপনার বাড়িতে। দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের তরফ থেকে এবার ই স্নানের ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র কুরিয়র সার্ভিস চার্জ দিলেই ঘরে বসে মিলবে গঙ্গাজল ও কপিলমুনির মন্দিরের সিঁদুর ও প্রসাদ।     

প্রতি বছরই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে কিছু নতুন নতুন পরিকল্পনা নিয়ে থাকে দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন। এবারও তার অন্যথা হয়নি। মেলায় তীর্থযাত্রীদের নিরাপত্তার পাশাপাশি এবারের মেলাকে প্লাস্টিক মুক্ত মেলা হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর জেলা প্রশাসন। পাশাপাশি গঙ্গা সাগরে না গিয়েও এবার মানুষ যাতে ঘরে বসেই গঙ্গাস্নানের আনন্দ ও পুণ্য লাভের সুযোগ পান, সেই বিষয়টি মাথায় রেখেই ই-স্নানের ব্যবস্থা করেছে দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন। শুক্রবার আলিপুরে একটি সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক পি উলগানাথন। গঙ্গাসাগরের এই জল ও প্রসাদ পাওয়ার জন্য দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের তৈরি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ই-স্নান লিঙ্কে ক্লিক করে ঠিকানার যাবতীয় নথি দিলেই কুরিয়র সার্ভিস- এর মাধ্যমে মিলবে এই জল। সুদৃশ্য পিতলের পাত্রে গঙ্গাজল ও গঙ্গাসাগর মেলা ২০২০ লেখা মানানসই ব্যাগে করে এই জল পৌঁছে যাবে গ্রাহকদের হাতে। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের তরফ থেকে বেশ কয়েকটি কুরিয়র কোম্পানির সঙ্গে কথাও হয়েছে।
 

02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী03:31২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, চুঁচুঁরায় পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা