সকালে যেই না টিচার্স রুমের সামনে বারান্দার তালা খোলা হয়েছে, ওমনি স্কুলের ঢুকে পড়ল ছয় ফুট লম্বা একটি বিষধর সাপ! আতঙ্ক ছড়াল বাঁকুড়ার নড়রা হাইস্কুলে। বারান্দার তালা খোলার পড়ুয়ারাই প্রথম সাপটি ভিতরে ঢুকে যেতে দেখে। টিচার্স রুমে ঢুকে পড়লে তো আর রক্ষে নেই! তড়িঘড়ি টিচার্স রুমের দরজা বন্ধ করে দেন স্কুলের কর্মীরা। শুরু হয়ে যায় সাপটি স্কুল থেকে বের করার তোড়জোড়। শেষপর্যন্ত স্কুল থেকে বিষধর সরীসৃপটিকে বের করে ঝোপে ফেলে দিয়ে আসেন শিক্ষকরাই। তাঁদের সঙ্গে জুটে যায় কয়েক পড়ুয়াও। কিন্তু স্কুলের আশেপাশে তো কোনও জঙ্গল নেই। তাহলে সাপটি এল কোথা থেকে? বুঝিয়ে উঠতে পারছেন না কেউ।