সোমবার লুঠ হয়ে গিয়েছিল কুড়ি কেজি পেঁয়াজ। দুর্মূল্যের বাজারে যার দাম নেহাত কম নয়। এবার তাই পুলিশি পাহারায় পেঁয়াজ বিক্রি শুরু হল সুফল বাংলা স্টোরে। এমনই ঘটনা ঘটেছে বোলপুরের সুফল বাংলার সরকারি স্টলে। পেঁয়াজ বিক্রিতে বিশৃঙ্খলা এড়াতেই প্রশাসনের তরফে এমন ব্যবস্থা করা হয়েছিল।
সস্তায় সাধারণ মানুষের হাতে পেঁয়াজ পৌঁছে দিতে ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে সুফল বাংলার স্টল থেকে। বোলপুরেও এই ব্যবস্থা চালু হয়েছে। অভিযোগ সোমবার দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষার পর অধৈর্য হয়ে স্টলের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কয়েকজন ক্রেতা। সেই বিশৃঙ্খলার মধ্যেই কুড়ি কেজি মতো পেঁয়াজ চুরি করে পালায় কয়েকজন। এর পরই পেঁয়াজ বিক্রির সময় পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিনও লম্বা লাইন দিয়ে পেঁয়াজ কিনেছেন সাধারণ মানুষ। ক্রেতাদের বক্তব্য, সস্তায় পেঁয়াজ কিনতে গেলে লাইনে দাঁড়ানো ছাড়া উপায় নেই।