শনিবার নবদ্বীপে বিজেপির পরিবর্তন যাত্রা এবং সভা। দুপুর ৩টায় বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার হেলিকপ্টার নামবে চটিরমাঠে। তারপর সেখানে সভা করবেন তিনি। পরে ওই মাঠ থেকেই পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি। শুক্রবার সকালে সেই মাঠের প্রস্তুতি খতিয়ে দেখেন বিজেপি নেতৃত্বরা। চটিরমাঠে সভাস্থল এবং হেলিপ্যাডে পরিদর্শন করতে যান কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কৃশানু রায়, ডিএসপি -ডিএন্ড টি শুভাশিস চৌধুরী নবদ্বীপ থানার আইসি কল্লোল কুমার ঘোষ প্রমুখ।