৬ ফেব্রুয়ারি, শনিবার মালদায় যাচ্ছেন জেপি নাড্ডা। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। কেন্দ্রীয় কৃষি বিদ্যালয় পরিদর্শন করবেন তিনি। মালদার তাঁতিপাড়া মাঠে রয়েছে কৃষকদের নিয়ে সভা। কৃষকের বাড়িতে সারবেন মধ্যাহ্নভোজন। সভা শেষে মালদায় শোভাযাত্রা করবেন তিনি। এখন মালদায় জোর কদমে চলছে তারই প্রস্তুতি, জানালেন মালদা জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল।