পুজো শেষ এবার রাস উৎসবেও করোনার প্রভাব। আগামী সোমবার বৈষ্ণবতীর্থ নদীয়া নবদ্বীপের রাস উৎসব। সেখানেই এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। করোনা আবহে এবার করোনা বিধি মেনেই হবে রাস উৎসব পালন। এবার ঘটেপটে পুজো হচ্ছে শ্রীবাসঅঙ্গন রোডের ২৯১ বছরের প্রাচীন বিন্ধ্যবাসিনী মাতা এবং নবদ্বীপ ব্যবসায়ী সমিতির শ্যামা মা। শেষ মুহূর্তের মূর্তি তৈরির কাজ চলছে এখন সেখানে। তবে শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে পোড়ামাতলার মহিষমর্দ্দিনী মাতার পুজো। তিনদিন ধরে চলবে সেখানে পুজো। করোনার জেরেই এবার সেখানে যেমন হচ্ছে না নবমী পুজো তেমনই হবেনা প্রতিমা নিয়ে শোভাযাত্রাও। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক স্যানিটাইজার ব্যবহার করতে হবে পুজো কমিটি গুলিকে।