করোনা আবহের মাঝেই এবার রাস উৎসব, মেতে উঠেছে নবদ্বীপ

  • করোনা আবহের মাঝেই এবার রাস উৎসব
  • মেতে উঠেছে নবদ্বীপ
  • নবদ্বীপ থানা এলাকায় মোট ৩৬৮টি দেব-দেবীর পুজো হচ্ছে
  • নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে সেখানে

সোমবার থেকে নবদ্বীপে শুরু হয়েছে রাস উৎসব। শাক্ত, বৈষ্ণব এবং শৈব মতে নবদ্বীপ থানা এলাকায় ৩৬৮ টি দেব-দেবীর পুজো হচ্ছে। নবদ্বীপ পুরএলাকায় ২৯৪টি পুজোর মধ্যে অনুমোদিত পুজোর সংখ্যা ২১৬ টি। এছাড়া বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ৭৪টি পূজো হচ্ছে। বাবলারি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩০টি, মাজদিয়া-পানশীলা গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৯ টি, চরমাজদিয়া-চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতে ৯ টি, স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ৪ টি এবং মহিশুরা গ্রাম পঞ্চায়েতে ১২টি পুজো হচ্ছে। এবার সেখানে মহিলা পরিচালিত পুজোর সংখ্যা ৩ টি। করোনার সমস্ত সতর্কতা অবলম্বন করে পুজো করছেন পুজো উদ্যোক্তারা। প্রাচীনতম পুজোগুলির মধ্যে অন্যতম এলানিয়া কালীমাতা সহ আরও বেশ কিছু পুজো। রাস উপলক্ষে সেখানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এবছর করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে বারোয়ারিগুলিকে। সে কারণে এবছর নবমী পুজোর শোভাযাত্রা এবার বন্ধ রাখা হয়েছে সেখানে। বুধবার এবং বৃহস্পতিবার সেখানে হবে সমস্ত প্রতিমার বিসর্জন।

04:28Canning News : সত্যিই একটা জিনিস বটে! সোনার গহনা চুরি করে লুকিয়ে রেখেছিল পুকুরপাড়ে! গ্রেপ্তার তরুণী পরিচারিকা05:02Gosaba News : শুরু জোর তল্লাশি, বাংলাদেশ থেকে গোসাবা! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ02:39‘চিন্ময় কৃষ্ণকে আমি মুক্ত করবোই’ নির্ভীক বাংলাদেশী আইনজীবী রবীন্দ্র ঘোষের চরম প্রতিশ্রুতি02:22জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি ক্যানিং-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম05:09Fake Passport : জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! দেখুন02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ