সোমবার থেকে নবদ্বীপে শুরু হয়েছে রাস উৎসব। শাক্ত, বৈষ্ণব এবং শৈব মতে নবদ্বীপ থানা এলাকায় ৩৬৮ টি দেব-দেবীর পুজো হচ্ছে। নবদ্বীপ পুরএলাকায় ২৯৪টি পুজোর মধ্যে অনুমোদিত পুজোর সংখ্যা ২১৬ টি। এছাড়া বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ৭৪টি পূজো হচ্ছে। বাবলারি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩০টি, মাজদিয়া-পানশীলা গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৯ টি, চরমাজদিয়া-চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতে ৯ টি, স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ৪ টি এবং মহিশুরা গ্রাম পঞ্চায়েতে ১২টি পুজো হচ্ছে। এবার সেখানে মহিলা পরিচালিত পুজোর সংখ্যা ৩ টি। করোনার সমস্ত সতর্কতা অবলম্বন করে পুজো করছেন পুজো উদ্যোক্তারা। প্রাচীনতম পুজোগুলির মধ্যে অন্যতম এলানিয়া কালীমাতা সহ আরও বেশ কিছু পুজো। রাস উপলক্ষে সেখানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এবছর করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে বারোয়ারিগুলিকে। সে কারণে এবছর নবমী পুজোর শোভাযাত্রা এবার বন্ধ রাখা হয়েছে সেখানে। বুধবার এবং বৃহস্পতিবার সেখানে হবে সমস্ত প্রতিমার বিসর্জন।