Reaction of Dilip Ghosh- 'পার্টির মধ্যে যারা গন্ডগোল করছেন খুঁজছি', ইঙ্গীতপূর্ণ মন্তব্য দিলীপের

বিজেপি ছেড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তাঁর বিজেপি ত্যাগের পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। এই নিয়েই এবার মুখ খুললেন দীলিপ ঘোষ (Dilip Ghosh)। 'পার্টির মধ্যে যারা গন্ডগোল করছেন খুঁজছি', বললেন দিলীপ। সোমবার মেদিনীপুরের শ্যাম সংঘ হলে ছিল বিজয়া সম্মিলনী। সেখানেই উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। নির্বাচনের দলে থেকে কিছু লোক অন্য দলের হয়ে কাজ করেছে। তাঁদেরকেই খুঁজে বার করার কথা বলেন দিলীপ ঘোষ। অন্যদিকে, রাজীব বন্দ্যোপাদ্যায়কে বিঁধতে ছাড়েননি সুকান্ত। সুকান্ত মজুমদার বলেন তাঁর দল ছাড়ার কারণ তিনি জানেন। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুড় থেকে ভোটেও দাঁড়ান তিনি, তবে জয়ী হতে পারেননি তিনি। ভোটে পরাজিত হওয়ার পর থেকেই রাজীব ক্রমশ গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন। অন্যদিকে তৃণমূলের সঙ্গে যোগাযোগ বাড়ে। শুরু হয় জোর জল্পনা। অবশেষে জল্পনা সত্যি করেই তৃণমূলে ফিরেছেন রাজীব। এরপর থেকেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি। আর এই নিয়েই একাধিক মন্তব্য করতে শোনা গেল দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারকে। অন্যদিকে ইঙ্গীতপূর্ণ একাধিক মন্তব্য করলেন দিলীপ।


 

বিজেপি ছেড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তাঁর বিজেপি ত্যাগের পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। এই নিয়েই এবার মুখ খুললেন দীলিপ ঘোষ (Dilip Ghosh)। 'পার্টির মধ্যে যারা গন্ডগোল করছেন খুঁজছি', বললেন দিলীপ। সোমবার মেদিনীপুরের শ্যাম সংঘ হলে ছিল বিজয়া সম্মিলনী। সেখানেই উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। নির্বাচনের দলে থেকে কিছু লোক অন্য দলের হয়ে কাজ করেছে। তাঁদেরকেই খুঁজে বার করার কথা বলেন দিলীপ ঘোষ। অন্যদিকে, রাজীব বন্দ্যোপাদ্যায়কে বিঁধতে ছাড়েননি সুকান্ত। সুকান্ত মজুমদার বলেন তাঁর দল ছাড়ার কারণ তিনি জানেন। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুড় থেকে ভোটেও দাঁড়ান তিনি, তবে জয়ী হতে পারেননি তিনি। ভোটে পরাজিত হওয়ার পর থেকেই রাজীব ক্রমশ গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন। অন্যদিকে তৃণমূলের সঙ্গে যোগাযোগ বাড়ে। শুরু হয় জোর জল্পনা। অবশেষে জল্পনা সত্যি করেই তৃণমূলে ফিরেছেন রাজীব। এরপর থেকেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি। আর এই নিয়েই একাধিক মন্তব্য করতে শোনা গেল দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারকে। অন্যদিকে ইঙ্গীতপূর্ণ একাধিক মন্তব্য করলেন দিলীপ।

06:39খো খো বিশ্বকাপ নিয়ে উত্তেজনা তুঙ্গে! দেখুন কী বলছেন মহিলা খো খো দলের প্রধান কোচ ডঃ মুন্নি জুন04:10'আর কতজন মানুষের প্রান গেলে আপনাদের টনক নড়বে' মমতার সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলে স্বাস্থ্যভবন অভিযানের ঢাক কংগ্রেসের06:02'আমাদের এক কোম্পানি বাংলাদেশে ঢুকলে ওরা পালানোর জায়গা পাবে না' চরম জবাব শুভেন্দুর, দেখুন05:21স্বামী বিবেকানন্দের জন্মদিনে বাংলাদেশের হিন্দুদের বিশেষ বার্তা শুভেন্দুর, দেখুন কী বলছেন04:08'বাংলাদেশের জন্য ভারতের ৫টা ড্রোনই যথেষ্ট', ইউনুসকে অন্তিম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর02:42'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে এসে মন্তব্য শুভেন্দুর04:50Nabadwip : গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ05:28স্কুলে নেই পানীয় জল! মিড ডে মিলের ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন06:32BSF : সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের বিজিবি? কড়া জবাব দেবে বিএসএফ06:59'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে' চরম কটাক্ষ শমীক ভট্টাচার্যের
Read more