আরজি কর হাসপাতালে বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং আইএমএ সভাপতি শান্তনু সেন। শনিবার রাতে আরজি কর হাসপাতালে যান শান্তনুবাবু। বিক্ষোভকারী চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন জানান তিনি।
তখনই তাঁকে ঘিরে 'ঘর শত্রু বিভীষণ ফিরে যাও, ফিরে যাও' এবং 'ঘর শত্রু ঘর যা, আরজি করের লজ্জা' বলে স্লোগান দিতে থাকেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। পেশায় চিকিৎসক শান্তনুবাবু নিজেও আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তনী। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে ব্যর্থ হয়েই আরজি কর ছাড়েন শান্তনুবাবু।