'ত্যাগীর পার্টি এখন ভোগীর পার্টিতে পরিনত হয়েছে, ভবিষ্যতে পিসি আর ভাইপো ছাড়া আর কেউ এই পার্টিটে থাকবে না', বললেন সমিত্র খাঁ। শিলিগুড়িতে এক দলিয় কর্মসূচিতে যোগদান করতে এসে শুভেন্দু অধিকারির মন্ত্রীত্ব ছাড়া নিয়ে সৌমিত্র খাঁ বলেন ৫৮ জন বিধায়ক বিজেপিতে আশার ইচ্ছা প্রকাশ করছে তারা। তারা এলে আগামী এক মাসের মধ্যে এই সরকার ভেঙে যাবে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দোপাধ্যায় ত্যাগী হিসাবে তৈরী করেছিলেন কিন্তু এখন তা ভোগীতে পরিনত হয়েছে। উত্তরকন্যা অভিযান প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন উত্তরকন্যা তৈরী করে উত্তরবঙ্গের কিছু হয়নি শুধু একটা বিল্ডিং তৈরী হয়েছে এখানে কোন কাজ হয়না। কি কারণে এই বিল্ডিং তৈরী হয়েছিল, ৭ডিসেম্বর অভিযানের মধ্যে দিয়ে তা জানতে চাইবো আমরা। তৃনমূল কংগ্রেস কে ভয় পাই না আমরা, সেদিন কোন পুলিশ বাধা দিলে তা বিজেপি দেখে নেবে, একথাও তিনি জানান।