শুভেন্দু অধিকারীর পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায় -এর পোস্টার দেখা যাচ্ছে বাংলার বহু জায়গায়। সূত্রের খবর, সোমবার সকালে নদিয়ার রানাঘাট পুরসভার কলেজ, বিশ্বাস পাড়া সহ একাধিক জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার দেখতে পাওয়া যায়। সেই সঙ্গেই তাতে লেখা আমরা দাদাকে ভালোবাসি। ওই দিনেই রানাঘাটের পাশাপাশি কলকাতার শ্যামবাজার এলাকার পর হাওড়ার ডোমজুড়ে দেখা গেল তাঁর পোস্টার। সোমবার সকালে ডোমজুড়ের শলপ এলাকার বাসিন্দারা দেখেন ছ নম্বর জাতীয় সড়ক, সলপ বাজার এলাকায় এবং লালবাড়ি এলাকায় পোস্টার পড়েছে তাঁর। রাজীব বন্দ্যোপাধ্যায় এর ছবি দিয়ে পোস্টারে লেখা আছে "অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, আমাদের অনুপ্রেরণা দাদা"। সূত্রের খবর রাজিববাবুর অনুগামীরা এই পোস্টটার লাগিয়েছেন।