সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা উত্তরবঙ্গ। সেখানেই মৃত্যু হয় এক বিজেপি সমর্থকের। এই ঘটনার জেরেই উত্তরবঙ্গ বনধের ডাক দেয় বিজেপি। শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে মঙ্গলবার ১২ ঘন্টার বনধের ডাক দেয় তারা। সেই বনধের জেরেই নির্জন রাস্তা রায়গঞ্জে। অন্যদিকে বনধের জেরে উত্তপ্ত শিলিগুড়ি। এয়ারভিউ মোরে মুখ্যমন্ত্রীর ব্যানার ছিঁড়ে ফেলে বিজেপি সমর্থকরা। সেই সঙ্গেই সেই ব্যানারে আগুন লাগিয়ে দিয়ে চলে প্রতিবাদ। তবে দার্জিলিং - সিকিমে বনধের প্রভাব তেমন চোখে পড়েনি। বনধকে গুরুত্ব না দিয়েই সেখানে পর্যটকদের ভিড় দেখা গেল।