দোকানের নাবালিকা কর্মচারীকে কুপ্রস্তাব দিয়েছেন মালিক। এই অভিযোগে রায়গঞ্জ শহরের একটি দোকানে ভাঙচুর চালালো ক্ষুব্ধ জনতা। অভিযোগ, মাসখানেক আগে ওই দোকানে কাজে যোগ দিয়েছিলেন অভিযোগাকারী নাবালিকা। তার দাবি, বাড়িতে অসুবিধার জন্য দোকান মালিক কমল সরকারের বাড়িতে থাকতে চেয়েছিল সে। তার বিনিময়ে ওই নাবালিকাকে দোকান মালিক কমলবাবু শারীরিক সম্পর্ক তৈরির জন্য কুপ্রস্তাব দেন বলে অভিযোগ ওই নাবালিকার। এই অভিযোগে মঙ্গলবার ওই দোকানে ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা।
যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দোকান মালিক। তাঁর পাল্টা দাবি, ওই নাবালিকা তাঁর ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চেয়েছিল। কিন্তু তিনি তাতে বাধা দেওয়াতেই প্রতিহিংসা থেকেই ওই নাবালিকা মিথ্যে অভিযোগ এনেছে বলে দাবি করেছেন কমলবাবু। অভিযুক্তের দাবি, তাঁর বাড়িতে থাকার জন্য তিনি ওই নাবালিকার থেকে বাড়ি ভাড়া চেয়েছিলেন। তারই অপব্যাখ্যা করা হচ্ছে বলে অভিযোগ।