অনিস হত্যাকাণ্ডে এবার বইমেলায় বিক্ষোভ। আনিস খানের হত্যার বিচার চাই বলে উঠল আওয়াজ। বইমেলার ৯ নম্বর গেটের সামনে এই বিক্ষোভ হয়। বিক্ষোভ দেখায় জন আন্দোলন ও কৃষক ঐক্য মঞ্চ। অভিযোগ ৪ পুলিশকর্মী এই হত্যাকাণ্ডে জড়িত। কেন এখন পর্যন্ত ২ সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার। প্রশ্ন তুলেছে বইমেলায় বিক্ষোভ দেখানো সংগঠন। 'বাংলাকে উত্তরপ্রদেশ বা কাশ্মীর হতে দেব না'। বইমেলায় বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের স্লোগান।
আনিস খান হত্যাকাণ্ডের আঁচ এবার কলকাতা বইমেলায়। জন আন্দোলন ও কৃষক ঐক্য মঞ্চ-এর সদস্যরা রবিবার আনিস হত্যাকাণ্ডে বিচারের দাবিতে এই বিক্ষোভ দেখান। এর জেরে কিছুক্ষণের জন্য বইমেলার মধ্যে হালকা উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা বইমেলার ৯ নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। শেষ কবে কলকাতা বইমেসার মধ্যে এমনভাবে রাজনৈতিক বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে তা খেয়াল করা যাচ্ছে না। এর আগে পার্ক স্ট্রিট থেকে বইমেলা সরে আসার পর স্থান সমস্যা নিয়ে ছোটখাটো প্রতিবাদ হয়েছিল। কিন্তু তা ছিল প্রকাশকদের নিজেদের মধ্যে। তবে, সংগঠিতভাবে কোনওদিন বড় আকারে বইমেলার মধ্যে এমন বিক্ষোভ হয়নি। কীভাবে এতগুলো লোক ঢুকে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করল তা নিয়ে কোনও বিবৃতি পুলিশ দেয়নি। মনে করা হচ্ছে নিরাপত্তার কড়া নজরদারির গাফিলতির সুযোগ তুলেছে বিক্ষোভকারীরা। আনিস খানের হত্যাকাণ্ড নিয়ে মাস খানেক ধরে কলকাতা এবং হাওড়াতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। এদিন বিক্ষোভকারীরা সাফ জানান ৪ পুলিশ কর্মী এই হত্যাকাণ্ডে অভিযুক্ত। অথচ নাম কা ওয়াস্তে দুজন সিভিক ভলিন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। অধরা মূল অভিযুক্তদের দল। বাংলাকে কোনওভাবেই উত্তরপ্রদেশ বা কাশ্মীর হতে দেওয়া যাবে না বলেও এদিন স্লোগান দেন বিক্ষোভকারীরা।