একের পর এক সমাবেশে গিয়ে নানান রাজনৈতিক ইঙ্গিত করতে শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। এবার আবারও তেমনই রাজনৈতিক ইঙ্গিত করতে শোনা গেল তাঁকে। বৃহস্পতিবার রামনগরে সমবায় সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সেখানে গিয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশেও একাধিক মন্তব্য করেন। তিনি বলেন সাংবাদিকরা মনে করছেন আমি দল পরিবর্তন করব। সেই সঙ্গেই তিনি জানান, এখনও তিনি একটি দলের সক্রিয় সদস্য এবং মন্ত্রী সভার সদস্য। পাশাপাশি তিনি বলেন মুখ্যমন্ত্রীও তাঁকে তাড়াননি আর তিনিও দল ছাড়েননি। তিনি আরও বলেন, তিনি বসন্তের ককিল নন তাই সবার সঙ্গে তাঁর আত্মিক পরিচয় আছে।