জামিন পেয়েও রাত কাটছে জেলে! এমনই দশা সারদা কর্তা সুদীপ্ত সেনের। টাকার অভাবে জামিনের টাকা কোর্টে জমা করতে পারছেন না তিনি। এর ফলে জেলেই রাত কাটছে সুদীপ্ত সেনের। শ্রীরামপুর কোর্টে দুটি মামালাতেই তিনি জামিন পেয়েছেন। কিন্তু জামিনদার পাচ্ছেন না, আর জামিনের টাকাও তার নেই, তাই জেলেই তার রাত কাটছে। আজও তাকে শ্রীরামপুর কোর্টে তোলা হলে ফের তাকে জেলে পাঠায় বিচারক।
জামিন পেয়েও রাত কাটছে জেলে! এমনই দশা সারদা কর্তা সুদীপ্ত সেনের। টাকার অভাবে জামিনের টাকা কোর্টে জমা করতে পারছেন না তিনি। এর ফলে জেলেই রাত কাটছে সুদীপ্ত সেনের। শ্রীরামপুর কোর্টে দুটি মামালাতেই তিনি জামিন পেয়েছেন। কিন্তু জামিনদার পাচ্ছেন না, আর জামিনের টাকাও তার নেই, তাই জেলেই তার রাত কাটছে। আজও তাকে শ্রীরামপুর কোর্টে তোলা হলে ফের তাকে জেলে পাঠায় বিচারক।