আজ শিলিগুড়ির দুর্গাগুড়িতে ১৯ তম হরিতালিকা তিজ উৎসব পালন করা হয়, নেপালি সম্প্রদায়ের মহিলারা একত্রিত হয়ে এই উৎসব পালন করলেন
শিলিগুড়ির দুর্গাগুড়িতে পালন হল তিজ উৎসব | সকাল থেকে মহিলারা নির্জলা উপোস করে এই পুজো করছে | স্বামীর দীর্ঘ আয়ু কামনার জন্য এই পুজো করা হয় | নেপালি সম্প্রদায়ের মহিলারা একত্রিত হয়ে এই পুজো করে | মহিলারা নেচে নেচে এই উৎসব পালন করলেন এদিন |