পরিচিত যুবককে বিশ্বাস করেই ঠকতে হল, বারুইপুর কিশোরীকে ধর্ষণ

  • ইদের মেলা দেখতে দাদুর বাড়িতে যাচ্ছিল কিশোরী
  • মাঝপথে দেখা হয় পরিচিত এক যুবকের সঙ্গে
  • কাছাকাছি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে নির্জন জায়গায় নিয়ে অত্যাচার

শুক্রবার ইদ উৎসব উপলক্ষে মামা বাড়িতে মেলা দেখতে যাওয়ার পথে ধর্ষণের শিকার হল এক নাবালিকা। পরিচিত এক যুবক তাকে মামা বাড়ির কাছে পৌঁছে দেওয়ার নাম করে ধর্ষণ করে বলে অভিযোগ।  শুক্রবার বিকেলে বেতবেড়িয়া স্টেশনে নেমে মামাবাড়ির দিকে যাচ্ছিল ওই ছাত্রী।  তখনই জীবনতলার বাসিন্দা ইমরান সর্দার নামে পরিচিত এক যুবকের সঙ্গে দেখা হয় তার। ইমরান তাকে মামাবাড়ির কাছাকাছি পৌঁছে দেওয়ার নাম করে একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের কথা জানাজানি হলে তার চরম ক্ষতি করার হুমকিও ইমরান দেয় বলে অভিযোগ। 

ওই কিশোরীকে কান্নাকাটি করতে দেখে স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। পুলিশ এসে কিশোরীকে উদ্ধার করে তার বাড়িতে খবর দেয়। বারুইপুর হাসপাতালে তার শারীরিক পরীক্ষাও করানো হয়। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী03:31২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, চুঁচুঁরায় পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা