শুক্রবার ইদ উৎসব উপলক্ষে মামা বাড়িতে মেলা দেখতে যাওয়ার পথে ধর্ষণের শিকার হল এক নাবালিকা। পরিচিত এক যুবক তাকে মামা বাড়ির কাছে পৌঁছে দেওয়ার নাম করে ধর্ষণ করে বলে অভিযোগ। শুক্রবার বিকেলে বেতবেড়িয়া স্টেশনে নেমে মামাবাড়ির দিকে যাচ্ছিল ওই ছাত্রী। তখনই জীবনতলার বাসিন্দা ইমরান সর্দার নামে পরিচিত এক যুবকের সঙ্গে দেখা হয় তার। ইমরান তাকে মামাবাড়ির কাছাকাছি পৌঁছে দেওয়ার নাম করে একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের কথা জানাজানি হলে তার চরম ক্ষতি করার হুমকিও ইমরান দেয় বলে অভিযোগ।
ওই কিশোরীকে কান্নাকাটি করতে দেখে স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। পুলিশ এসে কিশোরীকে উদ্ধার করে তার বাড়িতে খবর দেয়। বারুইপুর হাসপাতালে তার শারীরিক পরীক্ষাও করানো হয়। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।