তৃণমূল ছাত্রপরিষদের জন্মদিনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা রাখেন। তিনি সিবিআই, ইডি কে দোষারোপ করার পাশাপাশি বিজেপি কে কটাক্ষ করলেন |
তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিনে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেন | এদিন তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন | তিনি বলেন ' ইডি, সিবিআই কে দিয়ে লোকের বাড়ি বাড়ি টাকা লুট করছে কেন্দ্রীয় সরকার ' | তিনি কটাক্ষ করে বললেন ' বাবুরা এখন বৃন্দাবন কটেজে মন্থন মিটিং করছে ' | 'হরে কৃষ্ণ হরে হরে বিজেপি বৃন্দাবনের ঘরে ঘরে ' - কটাক্ষ মমতার | 'জনগণের কোটি কোটি টাকা লুট করে বিজেপি বৈদিক ভিলেজে পার্টি করছে ' - মমতা | এছাড়াও তিনি বললেন 'আমরা সবাই চোর আর বিজেপি সাধু '