বসিরহাটের নেজাট গাজীখালি প্রান্তে কংক্রিটের জেটি ঘাটে ফাটল ধরেছে , হেলেও পড়ছে বিদ্যাধরী নদী গর্ভে, বড় বিপদের আশঙ্কা করছেন সন্দেশখালি বাসিন্দারা
বসিরহাটের নেজাট গাজীখালি প্রান্তে কংক্রিটের জেটি ঘাটে ফাটল ধরেছে | এর উপর দিয়ে লক্ষাধিক মানুষ প্রত্যেকদিন যাতায়াত করেন | দীর্ঘ দিন রক্ষনা বেক্ষনের অভাবে সেটাই আজ ভগ্নদশা | নদী বাধ ভাঙনের ফলে নদীগর্ভেও চলে যাচ্ছে সেই কংক্রিটের ঢালাই স্লাব গুলি | বড় দুর্ঘটনায় আশঙ্কায় মাঝি থেকে শুরু করে সাধারণ নিত্যযাত্রীরা | দ্রুত সংস্কার ও পুনঃনির্মাণের কাজ শুরু হবে বলে জানান ওই অঞ্চলের প্রধান শেখ শাজাহান