জঙ্গল থেকে মহিলার পচা-গলা দেহ উদ্ধার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার ডায়মন্ড হারবারের জোয়ারু গ্রামে। মৃত মহিলার নাম লাইলি বিবি, এমনটাই পুলিশ সূত্রের খবর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন ওই মহিলা। এদিন স্থানীয় বাসিন্দারা জোয়ারু গ্রামে জঙ্গলের মধ্যে মহিলার পচাগলা দেহ গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর তারা খবর দেয় ডায়মন্ড হারবার থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। অন্যদিকে এই ঘটনায় মহিলার স্বামীকে শুরু করেছে ডায়মন্ড থানার পুলিশ। স্থানীয়দের অনুমান, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই মহিলাকে খুন করা হয়েছে। সঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।