রবিবার থেকে নিখোঁজ ছিলেন আটুরিয়া গ্রামের বাসিন্দা উজ্জ্বল দাস (৫০)। পেশায় হাইস্কুলের পার্শ্বশিক্ষক ছিলেন তিনি। রবিবার সকালে আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তিনি। কিন্তু সেখানে পৌঁছাননি তিনি। বাড়ি থেকে বেরোনোর পর তাঁর আর খোঁজ পাওয়া যায় না। অবশেষে এক দিন পরে সোমবার কাটিয়াহাট ও পুরো রাস্তার ধারের বেলঘড়িয়া এলাকার এক আমবাগান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁকে ওই ভাবে পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত শিক্ষকের স্ত্রী রুবি দাস -এর দাবি বেশ কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন তিনি। কয়েক লক্ষ টাকা একজনকে ধার দিয়েছিলেন তিনি এবং এবং সেই ব্যক্তির কাছ থেকে হুমকি আসছিল তাঁর। পরিবারের অভিযোগ ওই ব্যক্তি তাঁকে মেরে ঝুলিয়ে দিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। শিক্ষকের মোবাইল ফোনের কললিস্টও পরীক্ষা করে দেখছে পুলিশ। খুন না আত্মহাত্যা সবটাই এখন খতিয়ে দেখছে তাঁরা।