উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তপ্ত শিলিগুড়ি। পুলিশ- বিজেপির ধস্তাধস্তিতে মৃ্ত্যু এক ব্যক্তির। অভিযোগ তুলেছে বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করেই বন্ধের ডাক তাদের। উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা। এক দিকে বিজেপিকে দুষছে তৃণমূল। অরূপ বিশ্বাস ও গৌতম দেবের মতে দোষি বিজেপি স্বয়ং। সেই সঙ্গেই বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে তারা। অন্যদিকে পাল্টা দাবি বিজেপির সদস্যদের। মুকুল রায় সরাসরি অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। একই সঙ্গে তৃণমূলের দিকে আঙুল তুলেছেন রাহুল সিনহাও।