রথযাত্রা-কে ঘিরে এখন তুমুল উন্মাদনা বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ উপলক্ষে বিজেপি রাজ্যে চারটি রথযাত্রার কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচির প্রথম যাত্রা-র সূচনা হতে চলেছে নবদ্বীপে। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাতে এই রথযাত্রার সূচনা হবে। যদিও, এই রথযাত্রাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পুলিশ প্রশাসনের দাবি এই রথযাত্রার কোনও অনুমতি দেওয়া হয়নি। যদিও, বিজেপি-র দাবি তাদের কাছে অনুমতি রয়েছে। নবান্ন থেকে বিবৃতি প্রকাশ করেও রথযাত্রার অনুমতি নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। এমতাবস্থায় রথযাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।