রবিবার রাতে ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুন। কাউন্সিলর খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় তৃণমূলকেই দুষলেন মৃতের স্ত্রী। অভিযুক্তদের শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। ঝালদা থানার আইসিও এর সঙ্গে যুক্ত বলে দাবি মৃতের স্ত্রী-র। খুনিদের শাস্তির দাবি জানালেন মৃতের কন্যাও।
রবিবার রাতে ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুন। কাউন্সিলর খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় তৃণমূলকেই দুষলেন মৃতের স্ত্রী। অভিযুক্তদের শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। ঝালদা থানার আইসিও এর সঙ্গে যুক্ত বলে দাবি মৃতের স্ত্রী-র। খুনিদের শাস্তির দাবি জানালেন মৃতের কন্যাও। ভোটে জেতার জন্যই খুন, অভিযোগ তাঁর। প্রসঙ্গত, গুলিবিদ্ধ হয় খুন হয়েছেন ঝালদার কাউন্সিলর তপন কান্দু। তাঁর মৃত্যুর ঘটনার ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে পুরুলিয়ায়। পুরভোটে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন তিনি। রবিবার বিকেলে তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনা ঘিরে তোলপাড় পুরুলিয়া শহর। তাঁর মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছে না তাঁর পরিবারও। কাউন্সিলারের স্ত্রী-র দাবি আগেরদিন রাতেই তাঁর কাছে একটি ফোন আসে। ফোনে তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলে যোগ না দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ মৃত কাউন্সিলরের স্ত্রী-র।