শুক্রবার হলদিয়া পেট্রোকেমিক্যালসে ন্যাপথা ক্র্যাকার ইউনিটের কম্প্রেসর সেকশনে মেকানিক্যাল মেরামতির সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে আগুন লেগে। ওই জায়গায় তখন ন্যাপথা বোঝাই ছিল, ফলে দ্রুত দাহ্য বস্তুতে ছড়িয়ে পড়ে আগুন। অন্তত তেরোজন শ্রমিক আগুনে ঝলসে যান। তাঁদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা অত্যন্চ আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আহত শ্রমিকদের গ্রিন করিডর করে কলকাতায় নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। শুভেন্দুবাবু জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে দিল্লি থেকে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন মন্ত্রী। দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে এতবড় দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত হবে বলে জানিয়েছেন শুভেন্দুবাবু।