কলকাতায় বাম ছাত্র সংগঠনের ওপর পুলিসের হামলা আসলে তৃণমূল-সিপিএমের গটআপ গেম। এমনই মন্তব্য় করছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। শুক্রবার বাম ছাত্রদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার চেহারা নেয় মল্লিক ফটক। পুলিশ- আন্দোলনকারীদের মধ্যে খণ্ডযুদ্ধে আহত হন বেশ কয়েকজন। বামেদের এই অভিযান ঘিরে বিভিন্ন মহলে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সমালোচনার ঝড় উঠেছে সংবাদমাধ্যমের দেখানো লাইভ ফুটেজে। এ প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, বাম সংগঠনের মিছিলে পুলিশের হামলা তৃণমূল-সিপিএমের গটআপ কেস। এটা পুরোপুরি পরিকল্পিত, নিজেদের হাইলাইট করতে তৃণমূল-সিপিএম এই পরিকল্পিত কাণ্ড ঘটিয়েছে। কারণ এদিন যা জমায়েত ছিল, পুলিশের লাঠিচার্জ করার কোনও প্রয়োজনই ছিল না। আমরা নিশ্চিত এটা তৃণমূল সিপিএম প্রচারে আসার জন্য করেছে।