করিমপুরে আক্রান্ত বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। পিপুলখোলায় বুথের বাইরে তৃণমূল কর্মীরা তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। কিল-চড়-ঘুসি বাদ গেল না কিছুই। শেষপর্যন্ত জয়প্রকাশকে লাথি মেরে ফেলা হয় রাস্তার পাশের ঝোপে। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, 'করিমপুরে হারবে বুঝেই সকাল থেকে জয়প্রকাশ মজুমদারকে হেনস্থা করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাঁকে লাথি মেরে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে।' তাঁর আক্ষেপ, কোথায় সংবিধান, কোথায় গণতন্ত্র, কোথায় পুলিশ! নির্বাচনকে কেন্দ্র করে সরকারের আসল রূপ বেরিয়ে এল।' এদিকে জয়প্রকাশ মজুমদারের উপর হামলার ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।