‘রাজ্যে ১৫টি মামলায় ED-CBI তদন্ত করছে, আদালতের নির্দেশে করছে। ডাল মে কুছ কালা হ্যায়, রাজ্য সরকার জানে। পছন্দ না হলে সুপ্রিম কোর্টে যাক রাজ্য সরকার। বিধানসভায় এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘৬৪ জন বিধায়ক প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে এজেন্সি লড়াই করছে। এই প্রস্তাব এজেন্সির কাজে প্রভাব ফেলবে না। তৃণমূল চোরেদের বীরের সম্মান দিয়েছেন। এর চেয়ে লজ্জার কিছু নেই’। বিরোধী দলনেতাকে তুই তোকারি করেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় আনা প্রস্তাবকে চ্যালেঞ্জ করেছি’, রাজ্য সরকারকে তোপ শুভেন্দুর।
‘রাজ্যে ১৫টি মামলায় ED-CBI তদন্ত করছে, আদালতের নির্দেশে করছে। ডাল মে কুছ কালা হ্যায়, রাজ্য সরকার জানে। পছন্দ না হলে সুপ্রিম কোর্টে যাক রাজ্য সরকার। বিধানসভায় এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘৬৪ জন বিধায়ক প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে এজেন্সি লড়াই করছে। এই প্রস্তাব এজেন্সির কাজে প্রভাব ফেলবে না। তৃণমূল চোরেদের বীরের সম্মান দিয়েছেন। এর চেয়ে লজ্জার কিছু নেই’। বিরোধী দলনেতাকে তুই তোকারি করেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় আনা প্রস্তাবকে চ্যালেঞ্জ করেছি’, রাজ্য সরকারকে তোপ শুভেন্দুর।