কয়েকদিন প্রকাশ্যে সেভাবে দেখা যায়নি তাঁকে। আবারও গা ঝাড়া দিয়ে উঠলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে প্রকাশ্যেই বললেন, 'তুমি মস্তান হলে আমি ডন। কোথাও কোনও অবরোধ হলে যদি প্রশাসন সরিয়ে না দেয় তাহলে আমাদের কর্মীরাই সুঁটিয়ে তুলে দেবে।'
সম্প্রতি বীরভূমের লাভপুরের পঞ্চায়েত সমিতির মাঠে সভা করতে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই সভা থেকে তিনি তৃণমূল নেতাদের হুমকি দেন বলে অভিযোগ। এ দিন দিলীপের নাম না করেই পাল্টা হুঁশিয়ারি দেন তৃণমূল জেলা সভাপতি। অনুব্রত বলেন, 'তুমি আমাদের মারবে, আর আমরা কী বসে বসে দেখবে? এরকম কথা যারা বলবে, তাদের গরু সোঁটানোর মতো সোঁটান। চোখ রাঙিয়ে কথা বলবে না, কাউকে রেয়াত করা হবে না।' বাংলায় এনআরসি চালু করার চেষ্টা হলেও রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অনুব্রত।