তিনি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা, আবার কোন্নগর পুরসভার কর্মীও। কিন্তু তাতে কী! অফিসে বসেই দিব্যি ম্যাসাজ নিতে নিতেই কাজ করছেন অলোক মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও-তে স্পষ্ট দেখা যাচ্ছে, পুরসভার জলকল বিভাগের দস্তুরমতো চেয়ার-টেবিলে বসে কাজ করছেন ওই তৃণমূল নেতা। আর তাঁর কাঁধে ম্যাসাজ করে দিচ্ছেন পুরসভার এক কর্মী। অভিযুক্ত তৃণমূল নেতা অলোক মুখোপাধ্যায় খোদ কোন্নগর পুরসভার চেয়ারম্যান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। পুরকর্মীদের একাংশের দাবি, রীতিমতো ভয় দেখিয়ে তাঁদের দিয়ে নানা ধরণের কাজ করিয়ে নেন অলোক। এমনকী, কর্তব্যরত অবস্থায় নাকি প্রায়ই সহকর্মীদের কাছ থেকে ম্যাসাজও নেন তিনি! যদিও সব অভিযোগও অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। তাঁর দাবি, দুর্ঘটনার কাঁধে ও হাঁটুতে চোট পেয়েছেন। একটানা কাজ করলে যন্ত্রণা হয়। তাই নেহাতই মানবিকতার খাতিরে তাঁর কাঁধে ম্যাসাজ করে দিচ্ছিলেন পুরসভার এক কর্মী। তিনি কাউকে জোর করে ম্যাসাজ করে দিতে বলেননি।