শুভেন্দু অধিকারীর দল ছাড়া নিয়ে চলেছে রাজনৈতিক মহলে চর্চা। এবার আবারও তৃণমূলের ওপর ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল বিধায়ক দীপক হালদার। ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক পদে আছেন তিনি। আর তিনি এবার দলের এক অংশের উপর ক্ষুব্ধ হয়ে সশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তবে কি তিনিও শুভেন্দু অধিকারীর পথেই হাটবেন। এই নিয়েই উঠছে বারবার প্রশ্ন। তবে শুভেন্দু অধিকারীর দল ছাড়ার ঘটনাকে তিনি দুর্ভাগ্যজনক বলেছিলেন।