এবনআরসির প্রতিবাদে মিছিল
দক্ষিণ ২৪ পরগনায় মিছিল
মিছিল করল জেলা তৃণমূল যুব কংগ্রেস
কামালগাজি থেকে হরিনাভি পর্যন্ত মিছিল
এনআরসি কোনওভাবেই এরাজ্যে হতে দেবেন না তা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এনআরসির প্রতিবাদে মিছিল করল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যুব তৃণমূল কংগ্রেস। কামালগাজি মোড় থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় হরিনাভিতে এসে। অংশ নেন ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়কশওকত মোল্লা, সোনারপুর দক্ষিণের বিধায়ক জীবন মুখাপাধ্যায়, সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম। এছাড়াও মিছিলে পা মেলাতে দেখা যায় এলাকার পুরপ্রতিনিধি এবং পঞ্চায়েত প্রধানদেরও।